বি-বাড়িয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ ৭ জন দগ্ধ

নিউজ নাইন২৪ডটকম, বি-বাড়িয়া: জেলার সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আবু কালামের (৩০) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এছাড়া অন্যান্যরা হলেন এখলাস মিয়া (২০), জরিনা বেগম (৩০), তাসলিমা (০৭), আবদুর রহমান (০৯), ইয়ামিন (০৬) ও ইব্রাহিম মিয়া (১৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধু এলপি গ্যাস দিয়ে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে তিন শিশুসহ ৭ জন দগ্ধ হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অগ্নি নির্বাপকের সদস্য ও গ্রামবাসী প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের সিলিন্ডারটি আগে থেকেই লিকেজ ছিল। শিউলি বেগম চুলায় আগুন ধরাতে গেলেই সেটি বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন লেগে যায়।