বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে পাতলা ও এলইডি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস। আসুসের জেনবুক এস-ফ্লিপ ইউএক্স৩৭১ এটি, যা প্রিমিয়াম টু ইন ওয়ান কনভার্টেবল। এটি ইন্টেলের ইভো প্লাটফর্মের সার্টিফাইড আল্ট্রাবুক। আসুস জেনবুক ফ্লিপ-এস সব মিলিয়ে একটি
টু ইন ওয়ান ল্যাপটপ। এতে রয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চির ফোরকে ও এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে।

এই ডিভাইসে দেওয়া হয়েছে ১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। এতে থাকছে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও এক টেরাবাইট পর্যন্ত পিসিআইই ৩.০ এনভিমি এসএসডি। রয়েছে থান্ডারবোল্ট ৪, এইচডিএমআই ১.৪ এবং ইউএসবি ৩.২ জেন ১ টাইপ এ পোর্ট ইত্যাদি। এর দাম ১ লাখ ৫৮ হাজার টাকা।