‘বিএসএফের পিটুনিতে আহত’ যুবককে উদ্ধার বিজিবির

‘বিএসএফের পিটুনিতে আহত’ যুবককে উদ্ধার বিজিবির

যশোরে সংবাদদাতা: বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে মারাত্মক আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার বিকালে বেনাপোলের পুটখালি সীমান্তের ইছামতি নদীর তীর থেকে উদ্ধার করে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে ‘ইছামতি নদীর তীরে বাংলাদেশ অংশে এক যুবক পড়ে আছে’ বলে খবর পান। এরপর বিজিবির টহলদল তাকে উদ্ধার করে।
“তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।”

ভারত থেকে ফেরার সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে। এসময় তার উপর নির্যাতন করে তাকে ইছামতি নদীর বাংলাদেশ অংশে ফেলে রেখে যায় বলে ওই যুবক বিজিবিকে জানিয়েছেন বলেও বলেন তিনি।

বেনাপোল পোর্ট থানার এএসআই জেসমিন আক্তার বলেন, বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে রাজু নামের এক যুবককে থানায় সোপর্দ করেছে।