বিএনপির বিক্ষোভে হামলা—সংঘর্ষের ঘটনায় যা বললো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

নিউজ ডেস্ক: সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু ভোট হতে পারে না। এছাড়া ঢাকায় বিএনপির বিক্ষোভে পুলিশ—আওয়ামী লীগের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় নেওয়ারও পরমার্শ দিয়েছে এই মুখপাত্র।

সোমবার ৩১ জুলাই ঢাকায় বিরোধী দলের অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীন দলের হামলা, সরকারের হার্ডলাইন নীতি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।

জনগণকে বিক্ষোভ করার এবং তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলার সুযোগ সৃষ্টিতে নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া ঢাকায় বিরোধীদলের কর্মসূচিতে হামলার ঘটনায় পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

ব্রিফিংয়ে বাংলাদেশের ক্রমাগত সংঘাতময় পরিস্থিতি এবং বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিতে হামলা—সংঘর্ষ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ শত শত নেতা—কর্মী আহত হবার বিষয়টি দৃষ্টি আকর্ষন করে প্রশ্ন করা হয়। জবাবে ম্যাথিউ মিলার বলে, বাংলাদেশে শনিবারের বিক্ষোভে যেভাবে ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে বলবো তারা যেন পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে এসব ঘটনার তদন্ত করে এবং এসবের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। এছাড়াও বাংলাদেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে, তাদের দাবির পক্ষে কথা বলতে পারে সেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকে।’

মুখপাত্র মিলার বলে, ‘আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো তারা যেন মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করে এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে।’

নির্বাচন প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র বলে, ‘পরিশেষে বলবো— নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবার বিষয়টাতে সকলের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। ভোটার, রাজনৈতিক দল, তরুণ সমাজ এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’