ই-গ্রন্থাগার চালু হলো বাংলাদেশ ব্যাংকে

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: ই-গ্রন্থাগার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার গভর্নর আতিউর রহমান গ্রন্থাগারের এই ভার্চুয়াল সংস্করণ উদ্বোধন করেন।

কেন্দ্রীয় ব্যাংকের ই-লাইব্রেরিতে ৭ হাজার ই-বুক, ২৫ হাজার ই-জার্নাল ও এক হাজার সিডি-ডিভিডি রয়েছে।

সব মিলিয়ে এ লাইব্রেরিতে মোট ৫৬ হাজার গবেষণা উপাদান (রিসোর্চ আইটেম) রয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।