বাংলাদেশিদের ট্রানজিট ভিসাও বন্ধ করে দিল আমিরাত

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক : বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসাও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র জনশক্তি রপ্তানির গন্তব্য। দেশটিতে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের কর্মসংস্থান বন্ধ রয়েছে ২০১২ সালের অক্টোবর থেকে।

ওয়ার্ল্ড এক্সপো-২০২০ ভেন্যু নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে ভোট না দিয়ে বাংলাদেশ রাশিয়াকে ভোট দিয়েছিল। যদিও দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরাতকেই ভোট দেয় বাংলাদেশ। ওই নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধ রক্ষার বিষয়টি ঢাকাকে বেকায়দায় ফেলেছিল বলে আবুধাবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওয়াকেবহাল কূটনীতিকরা বলছেন, ঢাকার এই যুক্তিতে আবুধাবি সন্তুষ্ট হয়নি।

এ সম্পর্কে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট শেকিল চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।