বাংলাদেশকে সমৃদ্ধ করে তোলাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত তখন আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছি। এখন তা ৭ শতাংশে উন্নীত হয়েছে। এই উন্নতির ধারাবাহিকতায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হবে। ‘উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলবো। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উপলক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বেতন বাড়িয়েছি। এক সঙ্গে এতো বেতন বাড়াতে পারে এমন নজির পৃথিবীর কোথাও নেই। বেতন বাড়িয়েছি এমনভাবে যাতে একটি পরিবার স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলতে পারে। দুর্নীতি আর করতে না হয়।’

তিনি আরো বলেন, ‘এই দেশটা আমাদের। আমরা এই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।’