বহুমুখী গ্রাম সমবায় গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যদি আমরা তা গড়ে তুলতে পারি বাংলাদেশে কোনও দারিদ্র্য থাকবে না।’ শনিবার জাতীয় সমবায় দিবস এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশব্যাপী বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারলে দারিদ্র্যতা সম্পূর্ণ নির্মূল হবে। কাজেই সমবায়ে যারা আছেন প্রত্যেকে আপনারা সেভাবে কাজ করে যাবেন। বাংলাদেশকে যেন আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। এখানে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমেই আমরা দেশকে উন্নত করতে পারি- কাজেই যারা সমবায়ের সঙ্গে জড়িত আপনাদের অনুরোধ করবো একটু আন্তরিকতার সঙ্গে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন।’

তিনি বলেন, আমরা শুধু ক্ষুদ্র ঋণ দেওয়া না, উচ্চ হারে সুদ না নেওয়া, ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি। আমার বাড়ি আমার খামারের সঙ্গে সঙ্গে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। যেখানে এখন শুধু প্রকল্পের ওপর নির্ভরশীল থাকবে না। ব্যবসায়ীরা ঋণ নিয়ে সুদ দিতে না পেরে কারও ঘরের চালা ধরে টান দিচ্ছে, কারও গরু কেড়ে নিচ্ছে। কেউ যাতে দেশান্তরিত হতে না হয় সেজন্য আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি। যার মাধ্যমে আমাদের দেশের মানুষই উপকৃত হবে। সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লোকসংখ্যা বেশি, কিন্তু এটাও আমাদের একটা সম্পদ। এই লোকসংখ্যা বৃদ্ধি দেখে আমাদের হতাশ হলে চলবে না। আমরা যদি তাদেরকে শিক্ষায়, দীক্ষায় ট্রেনিংয়ে ভালভাবে কাজে লাগাতে পারি, তারাই কিন্তু আমাদের সমাজের জন্য সব থেকে বেশি কাজ করতে পারে এবং এটাও আমাদের একটা সম্পদ।’