বঙ্গবন্ধু সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছেন -গণশিক্ষা মন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি:  স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছেন। এ জন্য শিক্ষার মান উন্নয়নে দরদ দিয়ে কাজ করতে হবে।

আজ জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান একথা বলেন।

প্রাথমিক শিক্ষা প্রসারে গুরুত্ব আরোপ করে গণশিক্ষা মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অবকাঠামো ও সম্পদ রয়েছে তা দিয়েই মানোন্নত শিক্ষা দিয়ে আগামী প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি এটা আমার জন্য গর্ব। শিক্ষক যদি ভুল করে তাহলে অনিবার্য্য পতন। প্রাইমারী শিক্ষা তৃনমুল শিক্ষার ভিত্তি তাই তিনি শিক্ষকদের দায়িত্ববান হওয়ার আহবান জানান। শিক্ষার মানউন্নয়নে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।