ফের বড় ধাক্কা! ১,০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা

ফের বড় ধাক্কা! ১,০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: ফের কর্মী ছাঁটাই করছে বিমান সংস্থা লুফথহানসা । ১,০০০ কর্মী সংকোচনের পরিকল্পনা নিয়েছে বিমান সংস্থাটি। এই পর্বে সুইজারল্যান্ডের শাখা সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্সে কর্মী ছাঁটাই করবে তারা। আগামী দু’বছরে পর্যায়ক্রমে কর্মী সংকোচন চলবে। এমনই জানিয়েছে সংস্থার বিদায়ী চিফ এক্সিকিউটিভ টমাস ক্লুহের। তবে সরাসরি পিংক স্লিপ না ধরিয়ে স্বেচ্ছাবসরের মাধ্যমে কর্মী ছেঁটে ফেলার প্রক্রিয়া চলবে।

বিমান পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিমান সংস্থাগুলির আয় তলানিতে এসেছে ঠেকেছে। এই পরিস্থিতিতে নিজেদের বিমান বহর এবং কর্মী সংখ্যা ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে বহু সংস্থা। এই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ব্যতিক্রম নয় লুফথহানসা।