ফের পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অনুমতি সুইডেনে

নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহের ব্যবধানে ফের পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অনুমতি দিয়েছে চরম ইসলামবিদ্বেষী দেশ সুইডেন। দেশটির বার্তাসংস্থা টিটির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

টিটির প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনভিত্তিক একটি সংগঠন রাজধানী স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে কোরআন শরীফ এবং ইরাকের পতাকা পোড়ানোর অনুমতি চেয়ে আবেদন করার পর বুধবার তা মঞ্জুর করেছে স্টকহোম পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুন মাসে স্টকহোম মসজিদের সামনে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিও আবেদনকারী হিসেবে আবেদনপত্রে স্বাক্ষর করেছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্টকহোম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি; কিন্তু পুলিশ কর্মকর্তারা কোরআন পোড়ানোর অনুমতির ব্যাপারটি এড়িয়ে গিয়ে জানায়, ইরাকের দূতাবাসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল একটি সংগঠন এবং স্টকহোম পুলিশ তার অনুমোদন দিয়েছে।

এএফপির পক্ষ থেকে আবেদনপত্রের একটি অনুলিপি চাওয়া হয়েছিল, কিন্তু স্টকহোম পুলিশ তা সরবরাহ করেনি।

গত ২৯ জুন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক প্রতিবাদ মিছিলে কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্বজুড়ে মুসমানদের দেশগুলো থেকে তীব্র প্রতিবাদ আসে।