ফুটপাত দখল: আট প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল, ময়লা-আবর্জনা ফেলার দায়ে আটটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে নগরীর মোমিন রোড, ডিসি হিল, নূর আহমদ সড়ক ও কাজীর দেউড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বাংলামেইলকে বলেন, অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও ময়লা-আবর্জনা ফেলার দায়ে গাউসিয়া হোটেল ও টাইলস্ গার্ডেনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মদিনা হোটেল, খাজা ট্রেডার্স, হোসাইন লাইটিংস, প্যারামাউন্ট টাইলস ও মোহাম্মদীয়া বিল্ডার্সকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশ সহায়তা করেন বলে জানান তিনি।