তীব্র দাবদাহ থেকে সহসাই মুক্তি পাচ্ছে না অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাবাসী

 

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে যে দাবদাহ চলছে তা এখনই মুক্তি পাচ্ছে না সেখানকার বাসিন্দারা। এ মৌসুমের শেষ নাগাদ এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এসময়ের মধ্যে প্রতিদিনকার গড় তাপমাত্রা ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলেও জানায় তারা। তীব্র গরমে অসহনীয় হয়ে পড়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যের জনজীবন। দাবদাহ থেকে সামান্য রেহাইয়ের জন্য রাস্তাঘাটে মানুষজনকে ঠান্ডা  শরবত ও ফলমূল খেতে দেখা যায়।

হিটস্ট্রোকে এবছর শুধু তেলেঙ্গানাতেই ৬৬ জন মারা গেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল-নিনোর প্রভাব এমন তীব্র গরমের কারণ বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

heat_wave_india india.heat-1-638x393 india-heatwave-death-toll-tops-2200