পেট্রোল অকটেন আমদানি নয়, উৎপাদন : নসরুল হামিদ

 নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: ‘পেট্রোল অকটেন আমদানি নয়, উৎপাদন’ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বাংলাদেশ এখন এমন পর্যায়ে এসেছে, যেখানে পেট্রোল আমদানি করতে হয় না। সরকার অকটেনও আর আমদানি করতে চায় না।

“আমাদের পেট্রোল ও অকটেন আমরা নিজেদের দেশেই উদপাদন (পরিশোধন) করব এবং সেটিই আমরা মার্কেট করব। এতে বাংলাদেশের অর্থনৈতিকভাবে বিশাল সাশ্রয় হবে।”

বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন, “তেলের দাম ধীরে ধীরে আমরা সাশ্রয়ীভাবে দেখতে যাচ্ছি। তেলের মূল্যটাকে আমরা একটা যৌক্তিক রেটে নিয়ে যেতে চাচ্ছি।”