পূজা মন্ডপে ধর্ষণের শিকার হলেন ২ নারী আনস ার

দিনাজপুর: পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় দুই নারী আনসার সদস্য ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১০ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের নবমীর দিন রাতে তারা নিজদলের নেতা তাপস চন্দ্র রায়ের দায়ের ধর্ষণের শিকার হন।

এ ঘটনায় বুধবার রাতে তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ওই দুই নারী আনসার সদস্য। ধর্ষক তাপস চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার আরাজী চৌপুকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ রায়ের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের বটতলী বাজার সার্বজনীন দুর্গা মণ্ডপ ও অন্যান্য মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করতে যান দুই নারী আনসার সদস্যসহ ৬ জন। সারাদিন দায়িত্ব পালন শেষে ওই দুই মহিলা আনসার রাতে বটতলী বাজারে মণ্ডপের পাশেই এক দোকান ঘরে ঘুমাতে যান। ধর্ষিতা মহিলা আনসার সদস্যরা অভিযোগ করেন, নবমীর রাতে সাড়ে ৩টার দিকে আনসার দলনেতা তাপস চন্দ্র রায় তাদের ঘরে ঢুকে তাদের ধর্ষণ করে।

এ প্রসঙ্গে ৯ নং সাতোর ইউনিয়নের মহিলা আনসার ও ভিডিপি দলনেতা হালিমা বেগম জানান, তদন্তে দোষী প্রমাণিত হলে ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে প্রকৃতপক্ষে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তিনি সন্দেহ পোষণ করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বীরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. করিমন নেছা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষিতা আনসার সদস্যদের থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।