নেপালে ভারতীয় সাহায্যপুষ্ট জলবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:নেপালে ভারতের সাহায্যপুষ্ট অরুন-৩ জলবিদ্যুৎ প্রকল্পের কাছে একটি অজ্ঞাত পরিচয় গ্রুপ তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে।
বৃহস্পতিবার প্রকল্পের পাওয়ার হাউজের কাছে বিস্ফোরণগুলো ঘটানো হয়। এতে একটি জেনারেটর ও একটি বুমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে পুলিশের পরিদর্শক রামেশ্বর পন্ডিতকে উদ্ধৃত করে বলা হয়, বিস্ফোরণের সঙ্গে জড়িত গ্রুপটিকে পুলিশ খুঁজছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যদের পাঠানো হয়েছে।
অরুন-৩ নেপালের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে।গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নেপালি প্রতিপক্ষ কেপি শর্মা ওলি যৌথভাবে এই ৯০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভারতের রাষ্ট্রায়ত্ব সাতলুজ জলবিদ্যুৎ নিগম পাওয়ার ডেভলপমেন্ট কোম্পানি এই প্রকল্প বাস্তবায়ন করছে।নির্মাণস্থলের কাজে ২,৪০০-এর বেশি শ্রমিক জড়িত। এদের মধ্যে ১,৭০০ নেপালি শ্রমিক ও টেকনিশিয়ান।
এই প্রকল্প নেপালে ১.৫ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ আনবে এবং হাজার হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
সূএ:সাউথএসিয়ান মনিটর