নির্বাচন কমিশন খাঁচাবন্দি পাখি: রিজভি

নিউজ নাইন২৪, ঢাকা: নির্বাচন কমিশনকে (ইসি) খাঁচাবন্দি পাখি বলে মন্তব্য করেছেন বিএনপির  সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ভোট চুরি, ভোট ডাকাতির মতো এতো সব মহাযজ্ঞের পরও গণতান্ত্রিক সৌজন্যের তোয়াক্কা না করেই ইসি বলবে, আগের নির্বাচনগুলোর চেয়ে আজকের নির্বাচন আরও সুষ্ঠু হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। দেশজুড়ে আটটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির এ সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, কমিশন শুধু সরকারের সব উস্কানি, প্ররোচণা, অসভ্যতা, রক্তারক্তি, খুনোখুনি, প্রাণহানি, জখম করে পঙ্গু করার ঘটনাগুলোকে সমর্থন ও প্রশ্রয় দিচ্ছে। নির্বাচন কমিশনের স্নায়ু শিথিল হয়ে গেছে, মস্তিষ্ক অলস হয়ে গেছে, হৃদয় দুর্বল হয়ে গেছে। এই লক্ষ্যভ্রষ্ট নির্বাচন কমিশন যেন এদেশের লাশে পরিণত হওয়া নির্বাচনী ব্যবস্থা সাক্ষাৎ হাড়হিম করা প্রেত্মাতা।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চার্জশিট দেওয়া সরকারের দূরভিসন্ধিমূলক চক্রান্ত বলেও অভিযোগ করেন রিজভী।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, সরকারের কোনো কারাগারেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি রাখা যাবে না। বরং কারাগারে থাকতে সরকারি মহল প্রস্তুত থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।