নির্বাচনের ১৫ দিন আগেই সেনা মোতায়েন

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এবার ১৫ দিন আগেই সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। তবে প্রাথমিক অবস্থায় তারা জেলা পর্যায়ে ছোট ছোট টিমে বিভক্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে। ১৫ ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট ছোট দল পুলিশের সঙ্গে দেখা করবে। সশস্ত্র বাহিনীর ছোট টিম প্রতিটি জেলাতেই থাকবে। এদের নিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। তাদের যাতায়াতের ব্যবস্থা করে রাখতে হবে। অন্যান্য বাহিনী ও ম্যাজিস্ট্রেটকে তথ্য দিয়ে সহায়তা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি তিনি এই নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহরের পর আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও ১২ দফা নির্দেশনা প্রদান করা হয়। তিনি এ সময় পুলিশ বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পুলিশ বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনের কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, উল্লেখ করেন।