নির্ধারিত দামে সারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত দামে সারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মানববন্ধন করেছেন কৃষকরা।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় কৃষকরা মহিমাগঞ্জ বাজারে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক নেতা নূরুল ইসলাম, ফেরদৌস আলম, খায়রুল আলম রাজা, আজিম উদ্দিনসহ আরও অনেকেই।

মানববন্ধনে কৃষক নেতারা বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সব ধরনের সার বিক্রি হচ্ছে। সার বিক্রির পর কোন রশিদও দিচ্ছে না বিক্রেতারা। রশিদ চাইলেই ক্রেতার কাছে সার দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

বক্তারা আরও বলেন, চলতি আমন মৌসুম ও আসন্ন শীতকে সামনে রেখে ধান ও বিভিন্ন ধরনের শীতকালীন শাক-সবজির চাষ করতে গিয়ে কৃষকদের অধিক ব্যয়ভার বহন করতে হচ্ছে। এখনই সারের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কৃষি পণ্য উৎপাদন চরমভাবে ব্যহত হবে।

বক্তারা বলেন, চলতি মৌসুমে সার ব্যবসায়ী ও ডিলাররা ইচ্ছেমত মূল্যবৃদ্ধি করেছে। বর্তমানে প্রতি বস্তা টিএসপি ১৪০০, ইউরিয়া ১২৫০ ও এমওপি ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সারের দাম না কমালে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।