নিজের জ্বালানো আগুনে নিজেই পুড়ছে ইসরাইল

নিজের জ্বালানো আগুনে নিজেই পুড়ছে ইসরাইল। ফিলিস্তিন, সিরিয়া কোথাও দেখছে না আশার আলো। ভূপাতিত হচ্ছে ড্রোন থেকে শুরু করে যুদ্ধ বিমান। মারা যাচ্ছে সৈনিক ও গোয়েন্দা থেকে শুরু করে পাইলট পর্যন্ত। তবুও থেমে নেই ইসরাইল, চালাচ্ছে ষড়যন্ত্র, নিচ্ছে নতুন পরিকল্পনা-কৌশল।

ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণ ও হামাস যোদ্ধারা সিরিয়ার পাশে রয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসারইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার পর একথা বলেছে হামাস।

সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রাদোয়ান আরবি ভাষার বার্তা সংস্থা কুদস প্রেস ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইলি আগ্রাসনের যে জবাব দিয়েছে সিরিয়া আমরা তার প্রশংসা করি। আমরা নিশ্চিত করছি যে, ইসরাইলের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের জনগণ ও হামাস দামেস্কের পাশে দাঁড়াবে।