দেশে এখন গণতন্ত্র নির্বাসিত : মির্জা ফখরুল

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশে এখন গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত। যারা মুখে গণতন্ত্রের কথা বলে তারাই একে গলা টিপে হত্যা করেছে। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে বিএনপি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা অতীতেও গণতন্ত্রকে হত্যা করেছে। এ গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। গণতন্ত্র উদ্ধারে আন্দোলন ছাড়া কোন পথ নাই। যে কোনো ত্যাগের বিনিময়ে হারানো গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।

ফখরুল অভিযোগ করেন, সরকার আমাদের কথা বলতে দেয় না। সমাবেশের জায়গা দেয় না।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে অলিখিত বাকশাল শাসন চলছে। এ থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আওয়ামী লীগ অতীতে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় তাদের নেতৃত্বাধীন একটা অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। যার কারনে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। আর এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ ।

এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আহসান হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ দলীয় নেতাকর্মীরা।#