দেশের সমস্যা সমাধানে বিদেশিদের প্রয়োজন নেই: সেতুমন্ত্রী

ফেনী: দেশের সমস্যা সমাধানে বিদেশি কোনো শক্তির মধ্যস্থতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নদীর উপর ফোর লেনের মহুরীসেতু উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশিদের কোনো হস্তক্ষেপে কাজ হবে না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবো। বিদেশি শক্তির মধ্যস্থতা আমাদের কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতারা জড়িত রয়েছে আসন্ন কাউন্সিলে গঠিত নতুন কমিটিতে তারা স্থান পাবে না। এ সময় তার সঙ্গে প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।