দেবতার বিরুদ্ধে ‘সমন’ জারি ভারতে

নিউজ নাইন২৪ ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম দেবতা হনুমানের বিরুদ্ধে সমন জারি করেছে ভারতের একটি আদালত। বিহারের একটি আদালত এই সমন জারি করে।

দেবতা হনুমানকে পূজার একটি মন্দিরের কারণে যান-বাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। এ কারণেই ওই জায়গা থেকে ‘পঞ্চমুখী’ মন্দির সরানো প্রয়োজন বলে রোহতাস জেলার গণপূর্ত বিভাগ দাবি করেছে।

এসব বিষয় উল্লেখ করে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হনুমানের বিরুদ্ধে সমন জারি করে এবং সনাতন ধর্মাবলম্বীদের এই দেবতাকে আদালতে হাজির হতে বলে।

এ বিষয়ক একটি আদেশ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার মন্দিরে গিয়ে দেবতা হনুমানের মূর্তিতে সেঁটে দেয়।

আদালতের এই সমন প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দল।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে হিন্দুদের অন্যতম দেবতা রাম ও লক্ষণের বিরুদ্ধে বিহারের সিতামারহি জেলার একজন আইনজীবী আদালতে মামলা করেন।

কিন্তু বিচারক এই মামলাকে ‘যুক্তি ও বাস্তবতার বাইরে’ উল্লেখ করে খারিজ করে দেন। – খবর: বিবিসি বাংলা