দীঘিনালায় অস্ত্র-গুলিসহ উপজাতি সন্ত্রাসী আটক

দীঘিনালায় অস্ত্র-গুলিসহ উপজাতি সন্ত্রাসী আটক

পার্বত্য সংবাদদাতা: খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র ও গুলিসহ সুনীল চাকমা ওরফে সুভাষ নামে এক ইউপিডিএফ উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

গত বুধবার (১০ মার্চ) গভীর রাতে দীঘিনালার উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফের চার উপজাতি সন্ত্রাসীকে আটকের দশ দিনের মাথায় সুভাষকে আটক করে যৌথবাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাবুছড়া হতে দিঘীনালাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল বাঘাইছড়িমুখ এলাকায় পৌঁছলে নিরাপত্তাবাহিনী তাকে দাঁড়ানোর সংকেত দেয়। তবে সংকেত না মেনে উপজাতি সন্ত্রাসী সুনীল চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথবাহিনী ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৭.৬৫ মি. মি. চায়না তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড অ্যামোনিশনসহ নগদ ১৭ হাজার ৬৩৫ টাকা এবং চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে।