ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত

চৌদ্দগ্রাম প্রতিবেদক:জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুমন্ত অবস্থায় এই শ্রমিকদের উপরে কয়লা বহনকারী একটি ট্রাক উল্টে পড়ে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, ইটের ভাটার এই শ্রমিকেরা সেখানে একটি খুপরি ঘরে ঘুমাচ্ছিলেন।
ইটের ভাটায় জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য কয়লা পৌঁছে দিতে সেসময় একটি ট্রাক সেখানে প্রবেশ করে।
কয়লা নামানোর সময় ট্রাকটি উল্টে ঐ খুপরি ঘরটির উপর গিয়ে পরে। মি. ইসলাম বলছেন, “একসাথে কয়লা ও ট্রাকের নিচের চাপা পড়েন শ্রমিকেরা। কয়লা আর ট্রাকের যে ওজন – এই দুটো মিলিয়ে তারা মারা গেছে।”
দুর্ঘটনার সময় সেখানে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। ঘটনাস্থলেই ১২ জন শ্রমিক মারা যান।
অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরও দুইজন আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন।
চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। শ্রমিকদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো দিতে পারেনি পুলিশ।

তবে মি. ইসলাম বলছেন উত্তরবঙ্গ থেকে অনেক শ্রমিক এই এলাকায় ইটের ভাটায় কাজের খোঁজে আসেন। নিহতদের স্বজনদের খোঁজ শুরু হয়েছে।
মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান।