জামায়াতকে নিয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে বিএনপি: হাসিনা

নিউজনাইন২৪ডটকম, ঢাকা: বাংলাদেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য বিএনপিকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “বিএনপি সন্ত্রাসবাদী সংগঠন। আর জামাতকে নিয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।”

জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাসণে সোমবার একথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

নাশকতার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “যারা ধরা পড়ছে, হয় তারা শিবির, না হয় ছাত্রদল। সব গোড়া এক জায়গায়।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়াকে ‘রাজনৈতিক ভুল’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ভুলের খেসারত তাদের দিতে হবে।”

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের পর বিএনপির হারের কারণ হিসেবে নাশকতার আন্দোলনকেই দায়ী করেন তিনি।

“তারা এখন প্রতীক নিয়ে অংশ নিচ্ছে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। মানুষ জ্বালাও-পোড়াও, খুন-খারাপি পছন্দ করে না।”

অধিবেশনে প্রধানমন্ত্রীর আগে বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রীকে তার ‘আশপাশের লোকজন’ দেশের সার্বিক অবস্থার সঠিক চিত্র দিচ্ছে না।

“সঠিক তথ্য পেতে হলে আপনি ছদ্মবেশে খোঁজ-খবর নিন। আপনি রাতে বের হন, প্রয়োজনে বোরকা পরে বের হন। অনুরোধ করব- মানুষ কীভাবে বস্তিতে থাকে, রাস্তায় ঘুমায় তা দেখেন।”