জামায়াত নেতা খালেক মন্ডলসহ দু’জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ মে

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলসহ দু’জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ৮ মে দিন ধার্য করা হয়েছে। আজ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার জন্য আরও তিন মাস সময়ের আবেদন পেশ করে প্রসিকিউশন।

শুনানি শেষে ৮ মে তা দাখিলে দিন ধার্য করে আদেশ দেয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। এ মামলায় অন্য একজনও আসামি রয়েছেন। পালিয়ে যাওয়ার আশঙ্কায় তার নাম প্রকাশ করা হয়নি।

গতবছর ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর থেকে আব্দুল খালেক মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর নেতৃত্ব দিয়ে হত্যা, সম্ভ্রমহরণসহ হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখলের অভিযোগে তদন্ত চলছে।#