মিয়ানমারের পর জাপানে দফায় দফায় ভূমিকম্প, নিহত ৯

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানার ২৪ ঘণ্টার মাথায় এবার দক্ষিণ জাপানে দফায় দফায় শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একই দিন পর পর ছয়বার ভূমিকম্প হয়েছে জাপানের হোনশু দ্বীপে। রিখটার স্কেলে এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। এতে হোনশুতে নয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ২৫০ জন।

জাপানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে প্রথম ৬ .১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে । এরপর ৬টা ৪২ মিনিটে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। এরপর আবারো ৭টা ৭, ৭টা ২২ এবং ৭টা ৩৮ মিনিটে যথাক্রমে ৫.৫, ৪.৮ এবং ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জরিপে প্রথম ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৪।

ফলে বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ, বিদ্যুৎ বিছিন্ন হয়ে গেছে কয়েকটি স্থানে। বেশ কয়েকটি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দেশটির কুমামতো ও কিয়েশু প্রদেশে এ ভূমিকম্প হলেও এতে পুরো জাপানই কেঁপে ওঠে। ইউএসজিএস এর তথ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের ইউকি শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এবং গভীর সমুদ্রের ১০ কিমি এলাকা জুড়ে।

কুমামতোর পুলিশ বলছে, অনেক ভবন ধসে গেছে, আটকে গেছে অনেক মানুষ। বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন  হওয়ার খবর আসছে।

ওদিকে, প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন। খবর: বিবিসি

126261 126269