ছিন্নমূল জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে আ বাসনের ব্যবস্থা করা হবে -মুক্তিযুদ্ধ মন্ত্রী

Image result for জাতীয় প্রেসক্লাব

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আবাসন মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। তিনি বলেন, দেশে যারা ছিন্নমূল অবস্থায় জীবন যাপন করছে তাদের তালিকা প্রস্তুত করে আবাসনের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতয় এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার আশ্রয়ন প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, প্রায় তিন দশক মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় দেশ অনেক পিছিয়ে গেছে। বর্তমান সরকার সে ঘাটতি পুষিয়ে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।