চীন ও মঙ্গোলিয়ায় ভয়াবহ ধূলিঝড়ে নিখোঁজ ৫৪৮

চীন ও মঙ্গোলিয়ায় ভয়াবহ ধূলিঝড়ে নিখোঁজ ৫৪৮

আন্তর্জাতিক ডেস্ক: প্রচন্ড ধূলি ও তুষারঝড়ে চীন ও মঙ্গোলিয়ায় হতাহতের সংখ্যা অসংখ্য। ভয়াবহ এ ঝড়ের কবলে পড়ে এখনো নিখোঁজ ৫৪৮ জন। গত সোমবার মঙ্গোলিয়ার জাতীয় জরুরি সংস্থা (এনইএমএ) এমনটাই জানিয়েছে। গ্লোবাল টাইমস।

সংস্থাটি আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ধূলিঝড়ের তা-বে বিদ্যুৎ বিচ্ছিন্ন মঙ্গোলিয়ার বিভিন্ন প্রদেশ।
মঙ্গোলিয়ার এ ধূলিঝড় পৌঁছেছে চীনের রাজধানী বেইজিং-এ। এক দশকের মধ্যে সবথেকে ভয়াবহ ধূলিঝড়ে অন্ধকার হয়ে পড়েছে বেইজিং। ওই ধূলিঝড়ের কারণে বেইজিং ও তার আশপাশের আকাশ কমলা রঙের ধোঁয়াশায় ছেয়ে যায়।

বেইজিংয়ের বাতাসে ধূলিকণার পরিমাণ মরাত্মকভাবে বেড়ে গেছে। বেইজিংয়ের কোথাও কোথাও বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে ১৬০ গুণ বেশি।

এদিন ধূলিঝড়ের কারণে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে ইনার মঙ্গোলিয়া থেকে উড়ে আসা বালির কারণেই বেজিংয়ের আকাশের এ অবস্থা হয়েছে।

চীনের গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, রাজধানী বেইজিংসহ চীনের অন্তত ১২টি প্রদেশ ধূলিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেইজিংয়ের বাসিন্দা ফ্লোরা ঝউ জানায়, দেখে মনে হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ধরনের আবহাওয়ায় আমি সত্যিই বাইরে বের হতে চাই না।