চীনা সাবমেরিন ভারত মহাসাগরে, যুক্তরাষ্ট্রের দ্বারস্থ ভারত

চীনা সাবমেরিন ভারত মহাসাগরে

নিউজ নাইন২৪, ডেস্ক: ভারত মহাসাগরে চীনা সাবমেরিনের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া পরিচালনা করার ব্যাপারে আলোচনা করছে বলে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর অব্যাহত শক্তি প্রদর্শন ও ভারত মহাসাগরে ভারতীয় বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করায় ওয়াশিংটন ও দিল্লি উভয় পক্ষই গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানান, প্রত্যেক ৩ মাসে কমপক্ষে ৪ বারের জন্য চীনা সাবমেরিন দৃষ্টিগোচর হয়। কিছু সাবমেরিন মালাক্কা প্রণালীর নিকটস্থ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে বিচরণ করতে দেখা যায়। মালাক্কা প্রণালী হলো ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে প্রবেশের রাস্তা যেখান দিয়ে চীনের ৮০% জ্বালানি পরিবহন করা হয়।

ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চীনা সাবমেরিনের বিপক্ষে নিজেদের কলাকৌশল নির্ধারণে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী জুনে ফিলিপাইন সাগরে এক যৌথ মহড়ায় অ্যান্টি-সাবমেরিন যুদ্ধাস্ত্র নিয়ে কাজ করার ব্যাপারে একমত হয়েছে মার্কিন ও ভারতীয় বাহিনী।
তবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: এনডিটিভি