চালকবিহীন বিমান ‘কামান-১২’র গণ-উৎপাদন শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের বিমান বাহিনী চালকবিহীন বিমান বা ড্রোন ‘কামান-১২’র গণ-উৎপাদন শুরু করেছে। যুদ্ধে ব্যবহার উপযোগী চালকবিহীন এ বিমান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরান।

তেহরানে এ গণ-উৎপাদন শুরুর অনুষ্ঠানে ইরানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি এবং বিমান বাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ উপস্থিত ছিলেন।

‘কামান-১২’ ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে টানা ১০ ঘণ্টা উড়তে পারে। এ ছাড়া, কমপক্ষে ৪০০ মিটার দীর্ঘ বিমানক্ষেত্র থেকেই এটি আকাশ যাত্রা করতে পারে। ১০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যুদ্ধ চালানোর সক্ষমতা রয়েছে এটির।

সাড়ে চারশ’ কিলোগ্রাম ওজনের ‘কামান-১২’র একশ’ কিলোগ্রাম ওজনের বোমা বহনের সক্ষমতা আছে। তেহরানের মোসাল্লায় ইমাম খোমেনি(রহ) সমরাস্ত্র মেলায় জানুয়ারি মাসের ৩০ তারিখে প্রথম এ ড্রোনের উন্মোচন করা হয়। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছিল।

সূএ: পার্সটুডে