চট্টগ্রাম সিটি করপোরেশনের চার একর জায়গা দখলমুক্ত

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন জাম্বুরী মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেদখল হওয়া ৪ একর জায়গা উন্মুক্ত করেছে সিটি করপোরেশন। রবিবার (০৮ অক্টোবর) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ওই এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব জায়গা দখলমুক্ত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এ তথ্য নিশ্চিত করেন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সকালে আমরা ওই এলাকায় অভিযান শুরু করি। অভিযানে জাম্বুরী মাঠ সংলগ্ন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৫ শতাধিক অবৈধ কাঁচা ও পাকা ঘর উচ্ছেদ করা হয়।  পরে ওই ৪ একর জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে চিহ্নিত করা হয়েছে।’
করপোরেশনের এই অভিযানে র‌্যাব-৭, মহানগর পুলিশ, ডবলমুরিং থানা, ফায়ার সার্ভিস, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, পিডিবি এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।