ঘূর্ণিঝড় ইটার আঘাতে মধ্য আমেরিকায় ৭০ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় ইটার আঘাতে মধ্য আমেরিকায় ৭০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড় ইটার আঘাতে ৭০ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের পর প্রবল বর্ষণে সৃষ্ট পানিচ্ছ্বাস ও ভূমিধ্বসের ফলে মারাক্তক বিপর্যয় নেমে এসেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে সেতু ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির ফলে যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর মধ্যে গুয়তেমালা সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে।

মঙ্গলবার নিকারাগুয়া ভূখন্ডে প্রথম আঘাত হানে, মৌসুমী ঝড় ইটা। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিলো ২৪১ কিলোমিটার।
মধ্য আমেরিকার এ অঞ্চগুলোর দরিদ্র দেশগুলোয় ঘূর্ণিঝড়টি আঘাত হানার মধ্য দিয়ে ব্যাপক দৃর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। শুধুমাত্র গুয়াতেমালায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দ্রো জিয়ামাত্তেই। পাহাড় ধসে বাড়ির ওপরে পড়েছে বলে জানায় আলেকজান্দ্রো। পরিস্থিতি এমনই খারাপ যে উপদ্রুত এলাকায় যাওয়াও সম্ভব হচ্ছে না। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কিস্টাবাল ভেরাপোজ শহরেও যাওয়া সম্ভব হচ্ছে না অথচ এই শহরেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং দেশটির অর্ধেক প্রাণহানি এখানেই ঘটেছে।

এর পাশাপাশি হন্ডুরাস, নিকারগুয়া, কোস্টারিকা এবং আরও কয়েকটি অঞ্চলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।