গাজীপুরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ে লাঠিচার্জ, আহত ২০

গ্যাস সংযোগ এর চিত্র ফলাফল
গাজীপুর: গাজীপুরে বৈধভাবে গ্যাস সংযোগের দাবিতে এলাবাসীর মানববন্ধনে লাঠিচার্জ করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাংবাদিকরা এলাকাবাসীর সাক্ষাৎকার নেয়ার সময় ডিবি পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতরা হলো, সাংবাদিক মহিউদ্দিন রিপন, সাংবাদিক মোহাম্মদ মাসুদ ও মল্লিকসহ আরো কয়েকজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া ও আজিজুর রহমান শিরিস প্রমুখ।