কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ‘মৃত্যু ফাঁদ’ – আনু মোহাম্মদ

নিউজ নাইন, ঢাকা: মানুষের জন্য যে উন্নয়ন করা হচ্ছে তা যদি মৃত্যু ফাঁদ হয় তাহলে সেই প্রকল্প করার চেয়ে না করাই ভালো। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এ কথা বলেন। তিনি অবিলম্বে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানিয়েছেন।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণসংহতি আন্দোলন’ আয়োজিত মানববন্ধনের তিনি এ দাবি জানান।

আনু মোহাম্মদ বলেন, মানুষ হত্যা করে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

উন্নয়নের নামে সুন্দরবন ধ্বংস বন্ধ করার হবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প ভাবা যায় কিন্ত সুন্দরবনের বিকল্প ভাবা যায় না। তাই সরকারের প্রতি আহক্ষান সুন্দরবন রক্ষায় অবিলম্বে এই ধ্বংসলীলা বন্ধ করুন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ওয়াকার্স পাটির্র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সজল, বাসদের কেন্দ্রীয় নেতা ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন প্রমুখ।