ক্ষমতাসীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে- বদরুদ্দোজা চৌধুরী

ক্ষমতাসীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর বাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার যৌথসভায় তিনি এ কথা জানান। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বি চৌধুরী।
বি চৌধুরী বলেন, নির্বাচনকে যদি কেউ বানচাল করার চেষ্টা করেন, জনগণ তাকে ক্ষমা করবে না। নির্বাচন হতেই হবে এবং নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড যদি নিশ্চিত না করা যায় তবে ভবিষ্যতে ইতিহাসে যেমন নির্বাচন কমিশন দায়ী থাকবে রাষ্ট্রপতিসহ ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে।’