কোস্টারিকায় গবাদি পশুর ট্রাকে ৯ বাংলাদেশি অভিবাসী

কোস্টারিকায় গবাদি পশুর একটি ট্রাকে ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। বুধবার এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া এসব অভিবাসীদের মধ্যে ৯জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। খবর এএফপির।
এছাড়া এদের মধ্যে পাকিস্তান, নেপাল, ইরাক, ইরিত্রা ও সোমালিয়ার নাগরিক আছেন। সন্দেহভাজন মানবপাচারকারীরা ওই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
অভিবাসীবোঝাই এ ট্রাকটিকে বুধবার দেশটির উপকূলবর্তী শহর হেরাডুরা থেকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটিতে থাকা অভিবাসীদের কারো কাছেই ভিসা ছিলো না বেল জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
ট্রাক, এর কোস্টারিকান চালক ও তার তিন সহযোগীকে মানববাপাচারের অভিযোগে আটক করা হয়েছে। কোস্টারিকায় মানব পাচার শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ প্রমানিত হলে অািভযুক্তদের অন্তত ছয় বছর করে কারাদন্ড হতে পারে।
দেশটির একজন মুখপাত্র কার্লোস হিডালগো জানান, ট্রাকের ভেতর অভিবাসীরা খুবই জড়োসড়ো ও ভয়াবহ অবস্থায় ছিলেন।
তিনি জানান, এসব অভিবাসীদের পানামা থেকে আনা হয়েছে এবং অভিবাসনের জন্য প্রত্যেকে ১৫ হাজার মার্কিন ডলার পরিষোধ করেছে।