কোন দেশে রাতের দৈর্ঘ্য হয় ৪০মিনিট, মধ্যরাতেও থাকে সূর্যের আলো?

ডেস্ক: পৃথিবীতে রয়েছে মহান আল্লাহ পাক উনার অসংখ্য অগণিত নিদর্শন। কেয়ামত হয়ে গেলেও বিস্ময়কর অজানা অদেখা অনেক কিছুই বাকি থেকে যাবে পৃথিবী বাসীর। বিস্ময়ের যেনো শেষ নেই। কোথাও দিনের বেলায় আধার, কোথাও রাতের বেলায় সূর্যের উপস্থিতি। আর মহাবিশ্বের বিস্ময় তো আছেই।

পৃথিবীতে এমন একটি দেশ আছে যার উত্তরাংশের কিছু অঞ্চলে  রাতের বেলায় অর্থাৎ মধ্যরাত পর্যন্ত এমনকি শেষ রাতের কিছুক্ষণ আগে পর্যন্ত সূর্যের আলো বিরাজ করে। এইসময় সে অঞ্চলে রাত হয় মাত্র ৪০মিনিট। এই ৪০ মিনিট ছাড়া বাকি সময়টা সূর্যের উপস্থিতি থাকে। তবে বছরের নির্দিষ্ট কিছু সময় বিশেষ করে গ্রীষ্মকালীন সময় এমন বিচিত্র ঘটনা ঘটে। এই বিরল ঘটনা একমাত্র নরওয়ে নামক দেশটির Tromsø নগরীতে ঘটে থাকে।

এইকারনে এই দেশটিকে country of 40 minutes nights বলা হয়।

নরওয়ের রাতের দৃশ্য