কাতারে ফলপ্রসূ বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে গত তিন দিন ধরে চলা বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমি খলিলজাদ। গত সেপ্টেম্বর থেকে এই নিয়ে পঞ্চমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আলোচনা শুরুর আগে খলিলজাদ জানিয়েছিলেন যে এবার তিনি তালেবানের আরো কর্তৃত্বপূর্ণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এ কথা বলে তিনি তালেবানের উপনেতা ও কাতার অফিসের প্রধান মোল্লা আব্দুল গনি বারদারের উপস্থিতির প্রতি ইংগিত দেন।

এক টুইটে খলিলজাদ বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সমঝোতা ও শান্তির পথে আমরা ধীরে ধীরে ও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি।যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় দুই দিনের বিরতিকালে খলিলজাদ এই ঘোষণা দেন। শনিবার আবারো আলোচনা শুরু হবে।

খলিলজাদ বলেন, দুই পক্ষ এই দুই দিন নিজেদের মধ্যে আলোচনা করবে। শনিবার তারা আবারো আলোচনায় বসবে।আলোচনার বিষয়বস্তু সম্পর্কে খলিলজাদ জানান যে চারটি গুরুত্বপূর্ণ ইস্যুর সবগুলোই আলোচনার টেবিলে রয়েছে।