করোনার তান্ডব; ব্রাজিলের পথে ভারত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: চীনে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস তান্ডব চালাচ্ছে অনেক দেশেই। এখন পর্যন্ত করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

এদিকে, আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পথেই হাঁটছে ভারত। ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪১ লাখ। অপরদিকে ভারতে এর মধ্যেই আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

গতকাল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৩ হাজার ১৭৯। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের। ভারতে এখন পর্যন্ত করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৩২ জন। অপরদিকে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। মৃত্যুহার ১.৭৩ শতাংশ।
ভারতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৮৪৪, মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫৮৬ জনের।
দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৭৩০ এবং মৃতের সংখ্যা ৪ হাজার ২শ।

তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৮৫১ জন। সেখানে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬০৮ জনের।
এদিকে, কর্নাটকে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ২০৬, মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৪ জনের।

এদিকে, উত্তরপ্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ১০১। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৬৯১ জন।