এমএলএম কোম্পানি তিয়ানশিকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

অনুনমোদিত খাদ্যপণ্য বিপণনের দায়ে এমএলএম কোম্পানি তিয়ানশি বাংলাদেশ লিমিটেডকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার‌্যালয়ে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, তিয়ানশি একটি চীনা প্রতিষ্ঠান। কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি।

এ অপরাধে কর্তৃপক্ষের কাছ থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।