এবার মুসলিম শিক্ষার্থীদের হিজাবের বিরুদ্ধে বললো কর্ণাটক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের উদুপি জেলার একটি সরকারি মহিলা কলেজের মুসলিম শিক্ষার্থীরা হিজাব পরিধান করায় তাদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এনিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছে, হিজাব পরা বিশৃঙ্খলা বাড়াচ্ছে। স্কুল, কলেজ ড্রামা চর্চা করার যায়গা না।

তার দাবি, ১০০ জনের বেশি ভর্তি হওয়া মুসলিম শিক্ষার্থীর এই ইস্যুতে সমস্যা নেই, কেবল এই কয়েকজন শিক্ষার্থী ড্রেস কোড মানতে চায় না। স্কুল কোনো ড্রামা চর্চার যায়গা না।

এনিয়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদেরকে নিয়মিত শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হচ্ছে।
কলেজ প্রশাসনের দাবি, হিজাব ইউনিফর্মের অংশ নয়। ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে।