এবার নির্বাচনের অযুহাতে এইচএসসি পরীক্ষা পিছিয়ে রমজানে

নিউজ নাইন২৪, ঢাকা: ঘুর্ণিঝড় রোয়ানুর কারণে এইচএসসির যে পরীক্ষাটি ২৭ মে-তে পিছিয়ে নেওয়া হয়েছিল, এবার ইউপি নির্বাচনের অযুহাতে তা আরেক দফা পিছিয়ে সিয়াম সাধনার মাস রমযানে ঠেকানো হয়েছে। ঈসায়ী তারিখ মোতাবেক ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন আগামী ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে ওই দিনের পরিবর্তে ১২ জুন রোববার অনুষ্ঠিত হবে। ১২ জুন সকাল ১০টা হতে দুপুর ১টা ও দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

একটি সূত্র জানান, ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম পর্বের ভোটে দিন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে পরীক্ষাগুলো আরো পেছানো হয়েছে।

এর আগে জামায়াতের হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।