এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ৮৮৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ৫ মাসে ১২টি কার্গো এলএনজি আমদানি করতে হয়েছে। এবার ১৩তম কার্গো আমদানির উদ্যোগ নিয়েছে। এক কার্গোতে ৩,২০০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে। আর এ জন্য ব্যয় হবে ৮৮৬ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৮৪০ টাকা।

সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ (সর্বশেষ ২০২১ সালের সংশোধনীয়সহ)’-এর আওতায় মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ২০২২ সালের জন্য ১৩তম কার্গো এলএনজি আমদানি হচ্ছে। এরআগে গত সপ্তাহে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১২তম কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিমাসে গড়ে ২টি করে কার্গো এলএনজি আমদানি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০, ২০২১ ও ২০২২ সালে স্পট মার্কেট থেকে কার্গো গ্রহণের জন্য ওই সফটওয়্যার-এর মাধ্যমে ৩৫টি দরপ্রস্তাব আহ্বান করা হয়। এরমধ্যে ২৭টি কার্গো এলএনজি গ্রহণের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।