‘উইনস্টন’ তাণ্ডব: ফিজিতে গৃহহীন ৩৫ হাজার

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে ঘূর্ণিঝড় ‘উইনস্টন’র চালানো তা-বের ছয়দিন পরও মৃতের সংখ্যা বাড়ছে। গত বুধবার উদ্ধারকৃত লাশের সংখ্যা ৩৬ জন জানালেও গতকাল আরও ৮ জন বেড়ে তা ৪৪ জনে পৌঁছেছে। এছাড়া গৃহহীন হয়েছে অন্তত ৩৫ হাজার মানুষ।

গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ মাইল, যা সর্বোচ্চ ১৮৫ মাইল পর্যন্ত ওঠে।