ইরান আগের চেয়ে শক্তিশালী, তবে শত্রুরা দুর্বল হচ্ছে: সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৪০ বছরে ইরানি জাতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। পক্ষান্তরে শত্রুরা দুর্বল হয়ে পড়েছে। আজ (মঙ্গলবার) নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (সা.আ.)’র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, গত ৪০ বছরে শত্রুরা ইসলামি বিপ্লবের বিরুদ্ধে সব ধরণের শক্তি প্রয়োগ করেছে এবং আঘাত হেনেছে। কিন্তু ইরানি জনগণ আল্লাহর ওপর নির্ভরতা ও সম্মিলিত দায়িত্বশীলতার মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। অন্যদিকে শত্রুরা অতীতের যেকোনো সময়ের চেয়ে দুর্বল হয়েছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, নবী-রাসূল ও ইমামদের যুগেও মানুষ সত্যপন্থী ও অন্যায়কারী- এই দুই ফ্রন্টে বিভক্ত হয়ে পড়েছিল। সে সময় যেমন নিজেদের পক্ষে ব্যাপক জনবল, সাজ-সরঞ্জাম ও প্রচারণা থাকা সত্ত্বেও অন্যায়কারীরা নিশ্চিহ্ন হয়েছিল ঠিক তেমনি আজও ইসলামি বিপ্লবের বিরোধীদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শত্রুদেরকে ভয় পেলে চলবে না এবং হিসাব-নিকাশে ভুল করা যাবে না।
এ সময় তিনি পারিবারিক সংস্কৃতি ধরে রাখার জন্য ইরানিদের প্রতি আহ্বান জানান।