আসছে ভারতীয় গরু, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা

ঢাকা: “ভারতে গরুর পালনে খরচ তেমন নেই। কারণ তারা গরু ছেড়ে দেয়। ফলে মুক্তভাবে ঘুরেফিরে ময়লা আবর্জনা খেয়ে বড় হয়। তাই তাদের গরুর পেছনে তেমন খরচ নেই বললেই চলে। আমাদের দেশের খামারিরা নানান রকম যত্ন করে পশু মোটাতাজা করেন। তাই দেশীয় গরু পালনে খরচ বেশি। এজন্য ভারতীয় গরু এলেই আমরা ব্যাপক লোকসানে পড়ে যাবো’’।

কথাগুলো বলছিলেন, কুষ্টিয়া থেকে রাজধানীর গাবতলীর পশুর হাটে আসা খামারি টুলি মিঞা। তার কথার সঙ্গে সুর মিলিয়ে মাসুদ, রফিবরাও বললেন, খবরে দেখলাম ভারত থেকে গরু আসছে। ভারতের গরু হাটে ঢুকলে আমরা পথে বসে যাবো।

তাদের মতে, ভারত থেকে বেপারিরা ২০ হাজারে যে গরু কেনে সে গরু দেশীয় খামারিদের লালন করতে ৫০ হাজার টাকা ব্যয় হয়। এছাড়া এবার তো দেশের গরুই পর্যাপ্ত আছে। তাই ভারতের গরুর দরকার কী? ওদের গরু এলে আমরা আসল নিয়েও ফিরতে পারবো না। বিষয়টি আমলে নিয়ে সরকার যেন এ বিষয়ে ব্যবস্থা নেয়, সে দাবি রাখেন দেশীয় খামারিরা।