আর্থিক প্রতিষ্ঠানের এমডির গাড়িও ৮ বছরের আগে পরিবর্তন নয়

আর্থিক প্রতিষ্ঠানের এমডির গাড়িও ৮ বছরের আগে পরিবর্তন নয়

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের গাড়ি আট বছরের আগে পরিবর্তন করা যাবে না। পাশাপাশি অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে চলতি অর্থবছর কোনো গাড়ি কেনা যাবে না।

বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়, যেসব কর্মকর্তা গাড়ি ঋণ নিয়েছেন এবং রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ নিয়েছেন তারা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রকৃত ব্যয় সাপেক্ষে এবং অনুমোদিত সীমা অনুযায়ী জ্বালানি ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে খরচের প্রমাণ বা ভাউচার সংরক্ষণ করতে হবে।

গত ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনায় ব্যাংকের ক্ষেত্রেও একই রকম নির্দেশনার দেওয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, এর আগে ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি পাঁচ বছরের আগে পরিবর্তন করা যাবে না মর্মে নির্দেশ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার পর এখন থেকে সেটি আট বছরের উন্নিত করা হলো। মূলত ব্যাংকের ব্যয় কমাতেই বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেওয়া হয়