জি-সেভেন সম্মেলন: জাপান ও শ্রীলঙ্কার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করেছেন জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, জাপানের নাগোয়ায় জি-৭ আউটরিচ বৈঠকের পরদিন শনিবার তাদের এই বৈঠক হয়। এই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার চার দিনের জাপান সফরে যান প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ার ম্যারিয়ট হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা।

এরপর একই হোটেলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাপানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের এবারের সম্মেলন হয়ে গেল নাগোয়ায়। ওই সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে কয়েকটি দেশকে আলাদা বৈঠক ‘জি-সেভেন আউটরিচ মিটিংয়ে’ আমন্ত্রণ জানানো হয়।

মিটিংয়ের ফাঁকে প্রেসিডেন্ট ওবামা, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, জাতিসংঘ মহাসচিব বান ও আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দসহ অন্যদের সঙ্গে শেখ হাসিনা নানা বিষয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন।

এছাড়া ওই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর।